Moheshwar Amarnath Biswas বিটিআরসির শর্ত পূরণে ব্যর্থ দেশের সকল মোবাইল অপারেটর ২০২৫ সালের জুলাইয়ে বিটিআরসি টাঙ্গাইল, বগুড়া ও গাইবান্ধা জেলায় ৫৭৪ কিমি এলাকায় ড্রাইভ টেস্টে দেখে যে অধিকাংশ স্থানে ৪জি নেটওয়ার্ক নেই। অপারেটরভিত্তিক ফলাফল: গ্রামীণফোন: ৪জি কাভারেজ নেই ৫৮% এলাকায় (সবচেয়ে বেশি), কল সাকসেস ৯৫.১৪% (মানদণ্ডের নিচে), ডাউনলিংক ২০.৯৯ Mbps। বাংলালিংক: কাভারেজ নেই ৪৯% এলাকায়, কল সাকসেস ৯৬.২২%, ডাউনলিংক ২৯ Mbps। রবি: কাভারেজ নেই ৪১% এলাকায়, কল সাকসেস সবচেয়ে কম ৭৭.৩৭%, ডাউনলিংক ২১.৬০ Mbps। টেলিটক: কাভারেজ নেই ৭৭% এলাকায়, কল সাকসেস ৯৭.২৩%, কল সেটআপ টাইম বেশি (১০.২৫ সেকেন্ড), ডাউনলিংক মাত্র ১০.৩৫ Mbps। মূল সমস্যা: ২০১৮ সালে লাইসেন্স পাওয়ার পর ২০২৩ সালের মধ্যে সারাদেশে ৪জি কাভারেজ দেওয়ার শর্ত ছিল, কিন্তু কোনো অপারেটরই তা পূরণ করেনি। বিটিআরসির পরিকল্পনা: প্রয়োজনীয় এলাকায় নতুন বেস ট্রান্সসিভার স্টেশন স্থাপনের নির্দেশনা। কাভারেজ ও রোলআউট শর্ত পূরণে ব্যর্থতার জন্য আইন অনুযায়ী ব্যাখ্যা চাওয়া। তথ্যসূত্র: TechShohor