BTRC তাদের ফেসবুক পেজে ৩০ জুলাই ২০২৫ এ একটি পোস্টের মাধ্যমে ১০ টি এর অধিক কারও নামে সিম থাকলে ডি-এক্টিভেট করে দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যথায়, হারাতে পারেন আপনার সিমের সার্ভিস। আর এটি কার্যকর হবে ৩০ অক্টোবর ২০২৫ থেকে।

তাই, ১০ টির অধিক সিম থাকলে এখনই অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা ট্রান্সফার করে নিন অন্যের নামে।
আপনার নামে কোন কোন সিম আছে সেটি জানতে ডায়াল করুন *16001# এই নম্বর-এ।
বিদ্র: আপনার নামে বলতে, আপনার NID এর তথ্য ব্যবহার করে যে সিম কার্ড নেওয়া হয়েছে সেটাকে বোঝাচ্ছে।